দেশে প্রথমবারের মতো বিভিন্ন ইপিজেডে অবস্থিত কারখানা পরিদর্শন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। গত বৃহস্পতি ও শনিবার (১৪ ও ১৬ অক্টোবর) অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ এসব কারখানা পরিদর্শন করেন। এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, রংপুরের উপমহাপরিদর্শক জনাব সোমা রায় উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত উত্তরা ইপিজেডের দুটি দেশি ও দুটি বিদেশি কারখানা পরিদর্শন করেন ডাইফ মহাপরিদর্শক।
বৃহস্পতিবার তিনি ইপিজেডের সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড ও ম্যাজেন (বাংলাদেশ) ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শনিবার দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড ও ভেনচুরা লেদার ওয়্যার এমএফওয়াই (বিডি) লিমিটেড পরিদর্শন করেন।
ইপিজেড পরিদর্শনকালে কারখানাগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়, ইপিজেডের মেডিকেল সেন্টার, সিকিউরিটি ব্যারাক, স্কুল অ্যান্ড কলেজ দর্শন করেন ডাইফ মহাপরিদর্শক।
১৯৮৩ সালে বাংলাদেশে ইপিজেড চালু হয়। এরপর থেকে এ পর্যন্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে ইপিজেডভুক্ত কারখানায় অফিসিয়ালি পরিদর্শন করা হয়নি।
বৃহস্পতিবার ইপিজেড পরিদর্শনের মধ্য দিয়ে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে পরিদর্শন শুরু হলো। এ ব্যাপারে ইপিজেড কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS