০১ মে জেলা প্রশাসন রংপুর, আঞ্চলিক শ্রম অধিদপ্তর, রংপুর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রংপুর এর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”। অনুষ্ঠানসুচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। র্যালি শুরুর পূর্বে অংশগ্রহণকারীদের মাঝে “মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস (OSH Day)-২০২৫” এর টি-শার্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে র্যালি উদ্ধোধন করেন জনাব মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রংপুর মহোদয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর হতে শুরু হয়ে টাউন হল চত্ত্বরে এসে শেষ হয়। র্যালিতে বাংলাদেশ স্কাউট দল, বিভিন্ন কারখানা/প্রতিষ্ঠানের মালিক, শ্রমিক, কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালির মূল আকর্ষণ ছিল পুলিশের সুসজ্জিত ব্যান্ড/বাদকদল।
র্যালি শেষে শিল্পকলা একাডেমি, রংপুর এর সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা প্রশাসক, রংপুর -এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রংপুর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, জনাব মোঃ মজিদ আলী বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, মো: আবু সাইম, পুলিশ সুপার, রংপুর মহোদয়। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কারখানা ও প্রতিষ্ঠান হতে আগত শ্রমিক/কর্মচারীরা অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভায় ১,০০০ (এক হাজার) এর অধিক সংখ্যক অংশগ্রহণকারীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আলোচনা সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সকাল-১১.০০ ঘটিকায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রোগ্রাম ভার্চুয়ালি সম্প্রচার করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস