শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে, রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের তত্বাবধানে ও ইউনিসেফের সহযোগিতায়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় কর্তৃক ২৩/১২/২০২৩ খ্রিঃ তারিখ আয়োজিত ‘শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালা’য়
প্রধান অতিথি উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, জনাব মো: এহছানে এলাহী মহোদয়, কর্মশালায় সভাপতিত্ব করেনঃ রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার, জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়,
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
জনাব মো: তৌফিকুল আরিফ, অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়,
জনাব সাইফ উদ্দিন আহমেদ, মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জনাব এ এইচ তৌফিক আহমেদ, আঞ্চলিক অফিস প্রধান, ইউনিসেফ, রংপুর ও রাজশাহী বিভাগ, এছাড়াও বিভিন্ন জেলার সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রংপুরের সভাপতি, বিভিন্ন কারখানার মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি , এনজিও এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস