জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০১৯ উপলক্ষে রংপুরে র্যালী ও আলোচনা সভা
রংপুর, ২৮ এপ্রিল, ২০১৯:
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে দেশব্যাপী সচেতনতার সংস্কৃতি গড়ে তুলতে বাংলাদেশে চতুর্থবারের মতো আজ ২৮ এপ্রিল, ২০১৯ রবিবার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য “নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ”।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্মক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সর্বশেষ সংশোধিত ২০১৮) এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ বাস্তবায়ন করে শোভন কর্মপরিবেশ সৃজনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। জাতীয় পর্যায়ের সাথে সঙ্গতি রেখে ২৮ এপ্রিল, ২০১৯ রোজ রবিবার রংপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রংপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ১০:০০ ঘটিকায় বেলুন উড়িয়ে র্যালীর শুভ উদ্বোধন করেন জনাব এনামুল হাবীব, জেলা প্রশাসক, রংপুর। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে টাউন হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। টাউন হল মিলনায়তনে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনামুল হাবীব, জেলা প্রশাসক, রংপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সৈয়দ এনামুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মারুফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর; ডা: নুজহাত আফরোজ, মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়, রংপুর; জনাব মোহাম্মদ সাদেকুজ্জামান উপপরিচালক, আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম অধিদপ্তর, রংপুর; জনাব তৌহিদুর রহমান টুটুল দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, রংপুর জেলা শাখা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রংপুর এর উপমহাপরিদর্শক জনাব সোমা রায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন। র্যালী ও আলোচনা সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের মালিক প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস