Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, রংপুরের ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম। অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলাধীন কারখানা/দোকান/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়।


শিরোনাম
প্রথমবারের মতো ইপিজেড পরিদর্শনে ডাইফ মহাপরিদর্শক
বিস্তারিত

দেশে প্রথমবারের মতো বিভিন্ন ইপিজেডে অবস্থিত কারখানা পরিদর্শন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। গত বৃহস্পতি ও শনিবার (১৪ ও ১৬ অক্টোবর) অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ এসব কারখানা পরিদর্শন করেন। এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, রংপুরের উপমহাপরিদর্শক জনাব সোমা রায় উপস্থিত ছিলেন।

 নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত উত্তরা ইপিজেডের দুটি দেশি ও দুটি বিদেশি কারখানা পরিদর্শন করেন ডাইফ মহাপরিদর্শক।

বৃহস্পতিবার তিনি ইপিজেডের সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড ও ম্যাজেন (বাংলাদেশ) ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শনিবার দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড ও ভেনচুরা লেদার ওয়্যার এমএফওয়াই (বিডি) লিমিটেড পরিদর্শন করেন।

ইপিজেড পরিদর্শনকালে কারখানাগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়, ইপিজেডের মেডিকেল সেন্টার, সিকিউরিটি ব্যারাক, স্কুল অ্যান্ড কলেজ দর্শন করেন ডাইফ মহাপরিদর্শক।

১৯৮৩ সালে বাংলাদেশে ইপিজেড চালু হয়। এরপর থেকে এ পর্যন্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে ইপিজেডভুক্ত কারখানায় অফিসিয়ালি পরিদর্শন করা হয়নি।

বৃহস্পতিবার ইপিজেড পরিদর্শনের মধ্য দিয়ে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে পরিদর্শন শুরু হলো। এ ব্যাপারে ইপিজেড কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
18/10/2021
আর্কাইভ তারিখ
31/10/2021