Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, রংপুরের ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম। অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলাধীন কারখানা/দোকান/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়।


শ্রম আইন, ২০০৬